এসএসসির ফল প্রকাশ কাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটায়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

তিনি আজাদীকে জানান, অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ওয়েবসাইটে (www.bise-ctg.gov.bd) রোল ও রেজিস্ট্রেশন প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রধানগণও দুপুর ২টা থেকে তার প্রতিষ্ঠানের ঊওওঘ ব্যবহার করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীগণ উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল এসএমএস এর মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজারে নারীর স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচমেক ছাত্রাবাস থেকে শিক্ষার্থীকে বহিষ্কার