নির্বাচনের আগে প্রশাসনকে ঢেলে সাজিয়ে জবাবদিহিতার আওতায় আনতে হবে

দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়া লোহাগাড়া নিয়ে অতীতের ন্যায় বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমস্ত ষড়যন্ত্র ডিঙিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য তৃনমূল পর্যায়ে গণসংযোগ অব্যাহত রাখতে হবে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এতে কোনো সংশয় নেই। ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সকল কর্মীদেরকে নির্বাচনের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগে প্রশাসনকে ঢেলে সাজিয়ে আরও জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে।

গত ৬ জুলাই চট্টগ্রাম১৫ আসন কমিটির উদ্যোগে সংসদীয় আসনের উপজেলা (নির্বাচন) কমিটির সদস্যদের নিয়ে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, আরিফুর রশীদ, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে রোটারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ
পরবর্তী নিবন্ধআহলে বাইতের আত্মদান ইসলাম প্রতিষ্ঠায় অনন্য নিদর্শন