কোতোয়ালীতে ৫ ডাকাত গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার পাঁচজন ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড়ের স্টেডিয়াম সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল করিম। গ্রেপ্তার পাঁচজন হলেনচকবাজারের মো. সাকিব (২৪), বাকলিয়ার আবু তাহের (২৮), সদরঘাটের ছাব্বির হোসেন (১৯), চকবাজারের মোহাম্মদ হোসেন (২০) ও শাহিদ হোসেন (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি কুড়াল, এবং একটি লোহার পাইপের সঙ্গে লাগানো চেইনের রিং উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন সময় নগরীর ফলমণ্ডি ও রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী ও পথযাত্রীদের জিম্মি করে ডাকাতি করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকে যাচ্ছিলেন, হঠাৎ লুটিয়ে পড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধহাসিনার এপিএস লিকুর জমি-প্লট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ