বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত তিন দিনব্যাপী ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিেযাগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৈরি আবহাওয়ার কারণে এবারের আসরে ট্র্যাক ইভেন্ট সমুহ অনুষ্ঠিত হতে পারেনি। ফলে কেবল মাত্র রোড ইভেন্টের উপরই চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হয়েছে। যেখানে বাংলাদেশ ৩টি স্বর্ণ, একটি রৌপ্য এবং ২টি তাম্র পদক সহ ৬টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বর্ডার গার্ড বাংলাদেশ ১টি স্বর্ণ, ৩টি রে্যপ্য এবং একটি তাম্র পদক সহ ৫টি পদক পেয়ে দ্বিতীয় স্থান লাভ করে। বাংলাদেশ আনসার একটি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি তাম্র পদক সহ ৫টি পদক পেয়ে তৃতীয় স্থান লাভ করে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা একটি স্বর্ণ পদক পেয়ে চতুর্থ স্থান লাভ করে। আর স্বাগতিক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা একটি তাম্র পদক পেয়ে পঞ্চম স্থান লাভ করে। গত রোববার রাতে নগরীর একটি হোটেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু, সাবেক সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের কোষাধ্যক্ষ জিয়াউল হক। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে এবারের সাইক্লিং চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহনকারী খেলোয়াড়, কর্মকর্তা এবং অতিথিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।