গাউসিয়া কমিটি হালিশহর থানা আহ্বায়ক কমিটির ব্যবস্থাপনায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রা.) ওরশ স্থানীয় কমিনিটি সেন্টারে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।
থানা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল আজিমের সঞ্চালনায় ও আহ্বায়ক পারভেজ মিয়াজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসার মুহাদ্দিস মুহাম্মদ আবুল হাছানাত আল–কাদেরী। বিশেষ অতিথি ছিলেন
আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য মুহাম্মদ হোসেন খোকন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হাসেম। উপস্থিত ছিলেন মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট ও হালিশহর থানার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











