ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাঙালি দার্শনিকদের জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি করা হোক

সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ (বিএইচআরপি)’র ষোড়শ জাতীয় সেমিনারে বক্তারা বলেছেন, বহু ভাষাবিদ, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর জীবনকর্ম একসময় প্রাথমিক থেকে মাধ্যমিক শাখার ছাত্রছাত্রীদের জন্য প্রচলিত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল। সেই জীবনকাল অনুসরণ করে ছাত্রছাত্রীরা শুদ্ধ জীবনে অনুপ্রাণিত হতে পারত। দুর্ভাগ্যবশত এখন পাঠ্যপুস্তকে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র জীবনী অন্তর্ভুক্ত নেই। এটি জাতির জন্য সুখকর নয়। সেমিনারে বক্তারা ড. মুহম্মদ শহীদুল্লাহসহ কালজয়ী বাঙালি দার্শনিকদের জীবনকর্ম জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। গত ৬ জুলাই বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের জাতীয় সেমিনার দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সোহেল মো. ফখরুদদীনের পরিচালনায় নগরীর একটি হোটেল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রোটারিয়ান আলেয়া বেগম লাকি। প্রধান অতিথি ছিলেন জিয়াউদ্দিন খালেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত পরিচালক একরাম হোসেন। গেস্ট অব অনার ছিলেন শাহজাদা সিরাজউদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন ডা. ম আ আ মুক্তাদীর, মো. জহুরুল আনোয়ার। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ কুতুবউদ্দিন বখতেয়ার, মো. আলমগীর হোসেন, এস এম ওসমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সরু মিয়া সিকদার, সজল দাশ, সোহেল তাজ, জিএম মামুনুর রশিদ, মোহাম্মদ জুনায়েদ, পাপড়ি বড়ুয়া, তারিফ হোসেন, দেলোয়ার হোসেন মানিক, নাজমুল হক শামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘এক ফোঁটা আত্ম-আবিষ্কারের চিহ্ন’
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার