সীতাকুণ্ড পৌর এলাকার বিভিন্ন অলি–গলিতে প্লাস্টিকের বোতল, পলিথিন কিংবা নিত্য পণ্যের প্লাস্টিক মোড়কে মারাত্মক পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। ভেঙে পড়ছে ড্রেনেজ ব্যবস্থা, উর্বরতা হারাচ্ছে মাটি, বাতাসে ছড়াচ্ছে বিষ। পৌরসদরে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন থাকা সত্ত্বেও অসচেতন জনসাধারণের একটি অংশ পৌরসদরস্থ দিঘিগুলোর পাড়ে কিংবা পানিতে প্লাস্টিক‘সহ অন্যান্য বর্জ্যগুলো নিক্ষেপ করছে। তাতে দিন দিন ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে পৌরসদরস্থ দিঘিগুলো। পৌরসদরস্থ দিঘিগুলোর পাড়ে তাকালে মনে হয় সবাই যেন প্লাস্টিক বর্জ্য কিংবা ময়লা–আবর্জনা ফেলতে প্রতিযোগিতায় লিপ্ত। উপজেলা সুপার মার্কেট, ন্যাশনাল মার্কেট ও আফরোজা প্লাজা‘সহ তিন মার্কেটের মিলনস্থলে থানা সংলগ্ন দিঘির দক্ষিণ পাড়ে এমন দৃশ্য দেখা যায়। ডিটি রোড সংলগ্ন দেওয়ান দিঘির পূর্ব পাড়েও ফেলতে দেখা যায় ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বর্জ্যগুলো। পলিথিনে মোড়ানো ময়লা–আবর্জনায় বর্জ্যগুলো পঁচে–গলে উৎকট দুর্গন্ধ সৃষ্টি করে। সব মিলিয়ে প্লাস্টিক কিংবা পলিথিনের ব্যাপক ব্যবহারে বিপর্যস্ত পরিবেশ। এর থেকে পরিত্রাণ পেতে পরিচ্ছন্নতা অভিযান ছাড়াও যত্রতত্র প্লাস্টিক বর্জ্য নিক্ষেপে বিধি–নিষেধ আরোপ জরুরি হয়ে পড়েছে।
মোহাম্মদ নাছির উদ্দিন
সীতাকুণ্ড
চট্টগ্রাম।