রাঙ্গুনিয়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ পারভেজ (২৮)। তিনি ফার্নিচার তৈরির হেলপার হিসেবে কাজ করতেন। গত রোববার বিকালে মরিয়মনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফুলগাজি পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, পারভেজ প্রতিদিনের মত ফার্নিচারের দোকানে কাজ করার জন্য শনিবার বাড়ি থেকে বের হন। এরপর বিকেলে ফিরে পারভেজ তার একাধিক বন্ধুর কাছে ফোন করে তাকে (পারভেজ) ক্ষমা করে দেয়ার জন্য বলেন। এরপর মোবাইল বন্ধ করে দেন। আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার খোঁজ পায়নি। পরে গত রোববার বিকালে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চিশতি বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ পারভেজের লাশ উদ্ধার করে।
রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, লাশটি উদ্ধার করে গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।