চিটাগাং রেইনবো রোটারি ক্লাবের দায়িত্ব হস্তান্তর

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

রোটারি ইন্টারন্যাশনালের নববর্ষ উপলক্ষে স্থানীয় এক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা নতুনপ্রেসিডেন্ট রোটারিয়ান সাবিনা কাইয়ূমকে প্রেসিডেন্টের ‘কলার’ পরিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। একইসাথে রোটারিয়ান রোকেয়া সুলতানা ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল ও জনকল্যাণমূলক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানব সমাজের ভারসাম্য রক্ষা করতে হলে শরীয়াহ্‌র মূল লক্ষ্য বাস্তবায়ন অপরিহার্য
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে এবি পার্টির মতবিনিময় সভা