কর্ণফুলীর মইজ্জ্যারটেক সড়ক ঘেঁষে ময়লার স্তূপ দুর্গন্ধে চলা দায় মো. মহিউদ্দিন, কর্ণফুলী

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ের পিএবি সড়ক ঘেঁষে প্রতিদিন জমছে ময়লার স্তূপ। অর্ধকিলোমিটারের বেশি এলাকাজুড়ে পড়ে থাকা আবর্জনার তীব্র দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে পথচারীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণ চট্টগ্রামে প্রবেশের এই গুরুত্বপূর্ণ সড়কে এমন পরিবেশ দেখে ক্ষুব্ধ স্থানীয়রা।

প্রতিদিনই পথচারী, বাসযাত্রী, দিনমজুর, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন। অথচ বছরের পর বছর ধরে এ এলাকায় বর্জ্যের স্তুপ জমলেও অপসারণে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।

গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, মইজ্জ্যারটেক অংশে সড়কের দক্ষিণ পাশে জমে আছে প্লাস্টিকের বোতল, কার্টন, ককশিট, পলিথিন, বস্তা, খাবারের উচ্ছিষ্ট ও ক্লিনিক্যাল বর্জ্যসহ নানা রকম আবর্জনা। এগুলো পাশের হাওরে গড়িয়ে পড়ছে, যা পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্য হুমকি হয়ে উঠেছে।

স্থানীয় গৃহিণী শাহনাজ আক্তার বলেন, প্রতিদিনই দুর্গন্ধ সহ্য করে পথ চলতে হয়। বছরের পর বছর ধরে এমন অবস্থা চললেও এসব আবর্জনা অপসারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। দেলোয়ার হোসেন নামে এক পথচারী জানান, “গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন নোংরা চিত্র এলাকায় বসবাসকারীদের যেমন বিব্রত করে, তেমনি বাইরে থেকে আসা মানুষের কাছেও নেতিবাচক বার্তা দেয়।”

বাসচালক আনোয়ার হোসেন বলেন, “এমন দুর্গন্ধের মধ্যে গাড়ি চালানো কষ্টকর। দুর্গন্ধের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। যত দ্রুত সম্ভব জায়গাটি পরিষ্কার করা জরুরি।” স্থানীয়রা অভিযোগ করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লাআবর্জনা যেখানেসেখানে ফেলে রাখার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব বর্জ্য পানির সঙ্গে গড়িয়ে পড়ে মূল সড়কে। এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। শিকলবাহা ইউনিয়নের সচিব উকিল আহমেদ বলেন, এ এলাকা আমাদের আওতাধীন নয়। এটি পড়েছে চরপাথরঘাটা ইউনিয়নে। চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, আমাদের ইউনিয়নে ময়লা পরিবহনের জন্য কোনো আলাদা গাড়ি নেই। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় তুলব। আপাতত স্থানীয় সদস্যকে পাঠাচ্ছি পরিস্থিতি দেখে আসার জন্য। এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় শোহাদায়ে কারবালা মাহফিল শুরু আজ থেকে
পরবর্তী নিবন্ধজুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে আলোচনা সভা