রাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাঙ্গুনিয়া সরকারি কলেজের হলরুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। মুখ্য আলোচক ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মুজিবুর রহমান। অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. ইফতেখার হোসাইন।বিতর্ক প্রতিযোগিতায় চারটি স্কুল অংশগ্রহণ করে। ফাইনালে ‘দেশপ্রেম ও মূল্যবোধের অভাবই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’ এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রানারআপ হয়েছে বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন পক্ষদলের দলনেতা ইসরাত জাহান ইউশা। শেষে দুই দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।