ফেনী নদীর মীরসরাই উপজেলাস্থ পাড়ের বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বোয়াল। গত বৃহস্পতিবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের বড়শিতে মাছটি ধরা পড়ে। স্থানীয় মো. ফিরোজ আহম্মদ বলেন, ফেনী নদীতে এক সময় বড়শীতে অনেক বড় বড় মাছ ধরা পড়তো। বিগত কয়েক বছর ধরে নদীতে মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে মাছ পাওয়া যেত না। গত ৩ মাস ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে মাছ পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, নদী থেকে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ হলে বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা বেড়ে যাবে।