বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট–কেএনএফের দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রুমা মুয়ালপি পাড়ার বাসিন্দা সাংমিন বম প্রকাশ পুতিন (২৭) এবং মুন্নুয়াম পাড়ার বাসিন্দা লাল হিমসাং বম (২৫)। নিহত সাংমিন বম কেএনএফ সশস্ত্র গ্রুপের ৯ সদস্যের একটি টিমের কমান্ডার ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গতকাল শুত্রবার ময়নাতদন্তের পর সেনা অভিযানে নিহতদের দুজনের লাশ বান্দরবান সদর হাসপাতাল থেকে রুমায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের দাফনের কাজও সম্পন্ন করেছে পরিবার।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে পলি প্রাংসা ও মুয়ালপি পাড়ার নাইতং পাহাড় এলাকায় সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে কেএনএফ সদস্যদের মধ্যে গুলিবিনিময় হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থল তল্লাশি করে কেএনএফের পোষাক পরিহিত ২ জনের লাশ দেখতে পায়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র–গুলি উদ্ধার করা হয়।