চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ ২ কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক পোনে ৯ টার সময় উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজ ভিলা নজির মেম্বারের ইটভাটার পরিত্যক্ত টিনের ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন, হাবিবুল্লাহ (৫৫), সে বান্দরবান সদরের টংকাবতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লতাছড়ি পাড়ার মৃত ছিদ্দিক আহমদের পুত্র আর জয় ত্রিপুরা (২০), সে বান্দরবান সদরের টংকাবতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়ার জহনা ত্রিপুরার পুত্র। এ সময় তাদের কাছ থেকে ১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
জানা যায়, সেনাবাহিনীর বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ক্যাপ্টেন ওয়ালিদ বিন মওদুদ’র নেতৃত্বে লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে মাদক কারবারিরা মদ কেনা বেচার সময় অভিযান চালায়।
সেনা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে কারবারিরা, ধাওয়া করে ২ জনকে আটক করা হয়, তাদের দেয়া তথ্য মতে ১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে ১৫২ লিটার চোলাই মদসহ আটক করা হয়, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়, শুক্রবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।