হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. জাকারিয়ার স্মরণসভা

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ৩৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র হাজী মো. জাকারিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর শফিউল আলম। শিক্ষক নাইমুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি লায়ন এমএইচ শাহ বেলাল। বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক শাহীজুল ইসলাম, নিলুফার ইয়াছমিন, সহকারী প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র দাস, বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মঞ্জুর আলম, শিক্ষার্থীদের পক্ষে ৯ম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া হোসেন প্রমুখ। শেষে মরহুমের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুহিব্বীনে আহলে বাইত ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধরোটারির ইয়ার লঞ্চিং প্রোগ্রাম দায়িত্ব নিলেন ৩৮ প্রেসিডেন্ট