আজ আনজুমান ট্রাস্টের ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল শুরু

গাউসিয়া কমিটির মতবিনিময় সভা

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি এবং মহানগর আওতাধীন থানা আহ্বায়ক কমিটিগুলোর মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দিদার মার্কেটস্থ আনজুমান ট্রাস্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য এস এম গিয়াস উদ্দীন (সাকের), ও কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ হোসেন খোকন, জেলা ও থানার নেতৃবৃন্দ।

আজ শুক্রবার, আগামীকাল শনিবার ও রবিবার প্রতিদিন বা’দ মাগরিব হতে ষোলশহরস্থ আলমগীর খানকাএ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলে গাউসিয়া কমিটি, পীরভাই ও সর্বস্তরের আশেকানদের স্বতঃস্ফুর্তভাবে যোগদানের আহ্বান জানান নেতৃবৃন্দ। এছাড়াও মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রমের উপর আলোচনান্তে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা, আমরা জিতে গেছি…
পরবর্তী নিবন্ধমহানগর তরুণ দলের সভা