নগরীর হামজারবাগ বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারীর মাদরাসা–ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর মিলনায়নে শোহাদা–ই কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় ৫দিনব্যাপী শোহাদা–ই কারবালার ২য় দিবস গত ২ জুলাই বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আজিজুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চান্দগাঁও দরবারে বারীয়া শরিফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মুফতি সাইফুল ইসলাম বারী। বিশেষ আলোচক ছিলেন রাউজান বায়তুন নূর তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা সাহাব উদ্দীন মাইজভান্ডারী। কারবালা উদযাপন পর্ষদের সদস্য সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের চেয়ারম্যান মো. আলী, শেখ মোকসেদুর রহমান দুলাল, ফজলুল হক ফজু, কামাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, আল্লামা শায়েস্তা খান আযহারী, হাবীবুল হোসাইন, মোহাম্মদ ওমর ফারুখ, মোহাম্মদ আকতার, এম মাকসুদুর রহমান হাসনু, আশরাফুজ্জামান আশরাফ, জাবেদ হোসেন, মোহাম্মদ ফোরকান, শওকত হোসাইন রুবেল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, কামরুল হাসান টিপু, আবু সাহাদাত মো. সায়েম সুমন, খুরশিদ আলম, আলম, ইমন, জুয়েল, জাহিদ সরওয়ার, রাজা, নুর মিঞা, ওসমান গণি প্রমুখ।