সিভাসু’তে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

| শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শুরু হয়েছে ‘হেপাটাইটিসবি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ’। গতকাল বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রিয়াদ।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তর, সিভাসু মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে সিভাসুর শিক্ষার্থীরা স্বল্পমূল্যে হেপাটাইটিসবি স্ক্রিনিং টেস্টের সুবিধা পাবে। এ ছাড়া শিক্ষার্থীদেরকে স্বল্পমূল্যে হেপাটাইটিসবি এর টিকা প্রদান করা হবে।

গতকাল হেপাটাইটিসবি এর প্রথম ডোজ প্রদান করা হয়। আগামী ৩ আগস্ট দ্বিতীয় ডোজ, ৩ সেপ্টেম্বর তৃতীয় ডোজ এবং ৩ জুলাই ২০২৬ বুস্টার ডোজ প্রদান করা হবে।নির্ধারিত তারিখসমূহে সিভাসু মেডিকেল সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন সাঈদ নোমান
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ৭ বসতঘর