পটিয়ার নতুন ওসি যুযুৎসু চাকমা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তার স্থানে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমা ওইদিন রাতেই পটিয়া থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেছেন এবং পাশাপাশি তিনি পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করবেন বলে দৈনিক আজাদী কে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোঃ আরিফুল ইসলাম।

ভারপ্রাপ্ত ওসি যুযুৎসু চাকমা গত বুধবার রাতে পটিয়া থানায় যোগদান করে নিয়মিত দায়িত্ব পালন করেন। অপরদিকে বিদায়ী ওসি জায়েদ নুর বুধবার রাতেই

পটিয়া থানা ত্যাগ করেন। জানা যায়, পটিয়ার ওসি জায়েদ নুরকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোনো সেনা সদস্য গুমে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা : সেনা সদর
পরবর্তী নিবন্ধচুরি করার সময় দেখে ফেলায় গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টা