চট্টগ্রাম লেডিস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে পবিত্র আশুরা মোহররম উপলক্ষে মিলাদ মাহফিল গতকাল বুধবার সকালে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল। তিনি বলেন, পবিত্র মুহররমের গুরুত্ব ও তাৎপর্য মুসলমানের জীবনে খুবই অর্থবহ ও মর্যাদপূর্ণ। হযরত ইমাম হোসাইন (রা.) সর্বস্ব ত্যাগ করে ইয়াজিদি দুঃশাসন রুখে দিয়ে ন্যায়ভিত্তিক শাসন কায়েম করেছিলেন। বর্তমান সামাজিক অবক্ষয় থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকেও শহীদদের সেই গুণাবলি ধারণ করতে হবে। দেশ ও জাতির বিপর্যয় রোধে আহলে বায়তের আনুগত্য হতে পারে অনন্য দৃষ্টান্ত।

ক্লাবের সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় মিলাদ মাহফিল ও মুনাজাতে অংশ নেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল, সহসভানেত্রী সাবিহা মুসা, সহসভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা মিনু আলম, সহ কোষাধ্যক্ষ কোহিনুর হোসাইন, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আক্তার বারী, সদস্যা মাইনু নিজাম, মেহের আফরোজ হাসিনা, খালেদা আক্তার চৌধুরী, রোকেয়া চৌধুরী, মরিয়ম বেগম, ফরিদা ফরহাদ, নাজমা সাইদা বেগম, রেহানা আকতার করিম, ফেরদৌসী আরা বেগম, হাজেরা আলম মুন্নী, রোকেয়া জামান, শাহরিয়ার ফারজানা, ফরিদা করিম, রোকেয়া আহমেদ, আলেয়া চৌধুরী, মর্জিনা আখতার, নাছিমা শওকত, আফরোজা বুলবুল তাহের প্রমুখ। পরে শহীদে কারবালা ও লেডিস ক্লাবের প্রয়াত সদস্যাদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। সভায় লেডিস ক্লাব এবং লেখিকা সংঘের উদ্যোগে আগামী ৯ জুলাই বিকেল সাড়ে তিনটায় সদ্য প্রয়াত রম্যসাহিত্যিক জিনাত আজমের স্মরণসভায় সকল সদস্যাকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা কোটা নিয়ে জাতির সাথে উপহাস করতে চেয়েছিল : মঞ্জু
পরবর্তী নিবন্ধচবির গৌরবকে অটুট রাখতে হলে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য