সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগে হিজরি নববর্ষ উদযাপন

| বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪৭ সালকে বরণ উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক আল্লামা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আলআযহারী, মুহাম্মদ মুহিউদ্দিন এবং রেজাউল মোস্তফা রেজা, প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, হিজরি নববর্ষ মুসলিম ঐতিহ্যের প্রতীক ও অন্যতম স্মারক। ইসলামী বিধি বিধানসমূহ অনুশীলনের প্রধানতম ভিত্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সভা
পরবর্তী নিবন্ধস্বরলিপির ফল উৎসব ও সঙ্গীতানুষ্ঠান