রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

রাউজানের পাহাড়তলী ইউনিয়নে মোহাম্মদ মুন্না (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে নিজ বাড়িতে তার মরদেহ দেখতে পায় বলে জানায় নিহতের পরিবার। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত যুবক ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড খান পাড়ার চাঁদ শরীফের ছেলে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্কপের শ্রমিক সমাবেশ
পরবর্তী নিবন্ধমহানগরী জামায়াতের দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ