ঋতুপর্ণা চাকমার বিশাল সম্ভাবনা দেখছেন কোচ পিটার বাটলার

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার শীর্ষে মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণার গোল দুটি। অসাধারণ গোল করেছেন লালসবুজ জার্সিধারী এই লেফট উইঙ্গার। এএফসি নারী এমিয়া কাপের বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচে স্বাগতিক মায়ানমারকে হারিয়েছে বাংলাদেশ এই ঋতুপর্নার জোড়া গোলে। তার দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। ম্যাচের পর বাংলাদেশ কোচ পিটার বাটলার ছিলেন ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। কোচ ঋতুকে আরো উন্নত দেশের উন্নত লিগে খেলা উচিত বলে মনে করেন। পিটার বাটলার বলেন আমি মনে করি ঋতুপর্ণার আরও উচ্চমানের লিগে খেলার সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে নিয়মিত লিগ হয় না। সেজন্য ভুটানে লিগে গিয়ে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লিগে খেলা উচিত। সে চতুর ও সাহসী। আমি বলবো, কঠিন এক মেয়ে। এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগৎ খোলা আছে। আমি চাই সে সামনে আরো এগিয়ে যাক। আরও বড় পর্যায়ে খেলুক। কারণ সে এটারই যোগ্য। ম্যাচ সম্পর্কে পিটার বলেন আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল । আর আমরা সেজন্য নিঁখুতভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা এটাও জানতাম যে, ম্যাচটি দেখতে সুন্দর লাগবে না। কারণ তাদের মাঠে খেলা এবং জেতা সবকিছুই বেশ কঠিন ছিল। আর ইতিহাস, র‌্যাংকিং, পরিসংখ্যান সবইতো আমাদের বিপক্ষে ছিল। তবে ওদের বিপক্ষে ম্যাচ খেলতে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, মিয়ানমার তাদের পাসিং ফুটবলটা সেভাবে মেলে ধরতে পারেনি। তাদের টেকনিক্যালি ভালো খেলোয়াড় থাকলেও কেবল একদু’বার আমাদের সমস্যায় ফেলতে পেরেছে। সত্যি বলতে আমার খেলোয়াড়দের পুরো কৃতিত্ব দিতে হবে। রক্ষণে তারা বেশ ভালোভাবে সামাল দিয়েছে । বলতে হবে খেলার সবচেয়ে কঠিন ও পরিশ্রমী কাজটি করেছে। তারা খুবই ভালো খেলেছে। আর আক্রমণে বরাবরই ধারালোভাবেই ছিল। একটি টোটাল ফুটবল বলতে যা বুঝায় তা খেলেছে আমাদের ফুটবলাররা। তার মাঝে ঋতুপর্নার মত এমন কুশলী খেলোয়াড় যখন জ্বলে উঠে তখন জয় ধরা না দিয়েতো আর পারেনা। অসম্ভব প্রতিভাবান একজন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। সে বরাবরই তার প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছে। মায়ানমারের মত দলের বিপক্ষে দুটি গোল করা সহজ কোন ব্যাপার না। এই কঠিন কাজটাকে সহজ করে দেখিয়েছে ঋতুপর্ণা। বাটলার বলেন আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা এবং বাছাই পর্ব পেরুনো। এখনও এক ম্যাচ বাকি আছে । আমি যদি ওই ম্যাচে ভালো ফল পাই তাহলে নিশ্চিতভাবেই উদযাপন করব।

পূর্ববর্তী নিবন্ধবিপিএল গভর্নিং কাউন্সিলে থাকবেন আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও বিপণন বিশেষজ্ঞ
পরবর্তী নিবন্ধদুই গোল করা ঋতুপর্ণা বললেন একটা লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি