সহজ-কঠিন

সুপর্ণা রায় চৌধুরী | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

কাছে থাকা সহজ;

কঠিন হলো, গুরুত্বের সাথে কাছে থাকা।

দূরে যাওয়া সহজ;

কঠিন হলো, মন থেকে দূরে থাকা।

কথা বলা সহজ:

কঠিন হলো, সুন্দর করে বলা।

নীরবতা সহজ;

কঠিন হলো, অন্যায় সয়ে চুপ থাকা।

ভয় দেখানো সহজ;

কঠিন হলো, ভরসার হওয়া।

পরিচিত হওয়া সহজ,

কঠিন হলো, গ্রহণযোগ্য হওয়া।

ভালোবাসা সহজ;

কঠিন হলো, ভালোবাসায় থাকতে পারা।

সম্পর্কে থাকা সহজ ;

কঠিন হলো, সম্পর্কের যত্ন নেয়া।

চিৎকার করা সহজ;

কঠিন হলো শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়া।

দায়িত্ব পালন সহজ;

কঠিন হলো, যথাযথভাবে দায়িত্ব পালন করা।

সমালোচনা সহজ;

কঠিন হলো, প্রশংসায় অন্যের সমৃদ্ধি করা।

ভালোবাসায় মিষ্টতা সহজ;

কঠিন হলো; শাসনের মাঝে ভালোবাসা অনুভব করা।

অভিমান সহজ;

কঠিন হলো তা ধরে রাখা।

ভালো আছিবলা সহজ;

কঠিন হলো, ভালো থাকা।

চলে যাওয়া সহজ;

কঠিন হলো আগের অবস্থানে ফিরে আসা।

ভালোবাসিবলা সহজ;

কঠিন হলো সত্যি সত্যি ভালোবাসা।

ভালো থাকুনবলা সহজ;

কঠিন হলো, ভালো চাওয়া।

বিদায় বন্ধুবলা সহজ,

কঠিন হলো, ভুলে যাওয়া।

নকল কিছু বোঝা সহজ;

কঠিন হলো, আসল চেনা।

সহজকঠিনের এত্তো হিসেবে,

জটিলতায় পড়তে মানা।

পূর্ববর্তী নিবন্ধরজনীর শেষ প্রহরে
পরবর্তী নিবন্ধযখন আমি একলা থাকি