চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআরের দ্বিতীয় সচিব আহসান উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) জাকির হোসেনকে নির্দেশনা অমান্য করে গত ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি–রপ্তানি বাধাগ্রস্ত করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।