শাহজাদা মো. ফৌজুল কদির খান বাপরু মিয়ার ইন্তেকাল

দরগাহ হজরত আমানত খান (রহ.) পরিবারের শোক

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর প্রখ্যাত আধ্যাত্মিক সাধক কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ.)-এর বংশধর ও দরগাহ শরিফের মোতোয়ালী আলহাজ্ব শাহজাদা মো. ফৌজুল কদির খান (বাপরু মিয়া) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার ভোর ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। তবে তার জীবদ্দশায় বড় পুত্র ইন্তেকাল করেছিলেন।

শাহজাদা ফৌজুল কদির খান (রহ.) ছিলেন মরহুম শাহজাদা ফৌজুল করিম খান (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান ও হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফের একজন উত্তরসূরি।

তার মৃত্যুতে আওলাদে বাবাজান কেবলা ও হজরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও দরগাহ বাড়ি ঐক্য পরিষদের সভাপতি শাহজাদা ইজাজ উদ্দিন আজীম খান, সেক্রেটারি শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ, শাহজাদা ফৌজুল পারেস খান, শাহজাদা ফরহাদ খানসহ আওলাদেপাকগণ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধফের চকরিয়া আদালতে সাবেক এমপি জাফর, এবার সাত দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধরাউজানে ভুয়া ডাক্তারকে ১ লাখ টাকার অর্থদণ্ড