বিস্ফোরক মামলা সীতাকুণ্ড ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ও রোববার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ও সলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ খোকন। তারা উভয়ই বিস্ফোরক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে রোববার সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড থানা পুলিশ। অভিযানে সলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

মনির আহমদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সীতাকুণ্ড থানার একটি মামলায় এজহারভুক্ত আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, পাঁচলাইশ থানা পুলিশ নগরীর কাতালগঞ্জ এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে মনির আহমেদকে গ্রেপ্তার করে। এরপর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, মনির আহমেদ গত আগস্ট মাসে দায়েরকৃত বিস্ফোরক আইনে মামলার এজাহারনামীয় আসামি। এর আগের দিন রোববার সলিমপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ খোকনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ আরেকটি মামলা রয়েছে। তাকেও আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল দাবি, বিক্ষোভ