জুলাই বিপ্লব স্মরণে চবিতে র‌্যালি ও দোয়া

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবের চেতনায় গড়ে তুলুন বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র’ এ স্লোগান ধারণ করে জুলাই বিপ্লব স্মরণে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

র‌্যালিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্মরণ চত্বর (রেল স্টেশন) থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে চবি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে চবি প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি এবং চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক।

উপাচার্য তার বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী গণআন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ আন্দোলনের চেতনা ধারণ করে সর্বক্ষেত্রে এগিয়ে যেতে হবে।

উপাচার্য বলেন, সকল অন্যায়অত্যাচার, বৈষম্য, গুম, হত্যাসহ সব ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। এ বাংলাদেশকে ধারণ, লালন ও চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন, শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা প্রদান, শিক্ষককর্মকর্তাকর্মচারীদের পদোন্নতিসহ সকল ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। উপাচার্য নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান।

র‌্যালি এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, শিক্ষক, অফিস প্রধান, কর্মকর্তাকর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চেতনায় সবাই ‘লাল ব্যাজ’ ধারণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরির দাবি
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার