হাটহাজারী–রাউজান সড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় পথচারীদের রাস্তা পারাপারের সুবিধার্থে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন হাটহাজারী পৌর প্রশাসক মো. নোমান হোসেন। তিনি বলেন, খুব শিগগির সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। যদি সড়ক ও জনপদ বিভাগ নির্মাণ না করেন তাহলে হাটহাজারী সরকারি কলেজ, হাটহাজারী মডেল সরকারি পার্বতি উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের পারাপারের সুবিধার্থে পৌরসভা থেকে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া হাটহাজারী পৌরসভায় চাহিদার চেয়ে অধিক এবং অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ, সড়কে উল্টোপথে চলাচলে দুর্ঘটনার প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত সোমবার হাটহাজারী পৌরসভা মিলনায়তনে ২০২৫–২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন ও আলোচনা সভায় পৌর প্রশাসক মো. নোমান হোসেন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ব্যাটারি রিকশার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, মাত্রাতিরিক্তভাবে এ রিকশা বেড়ে যাওয়ায় অপরাধ প্রবণতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে যানজট। এসব রিকশা দিয়ে ছোট কিংবা বড় কোন অপরাধ হলেও রিকশার কোন রেজিস্ট্রেশন না থাকা ও চালকের পরিচয় না থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পৌরসভাবাসীর চাহিদানুযায়ী রিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। গাড়ির পেছনে চালকের নাম, মোবাইল নাম্বার দেয়া থাকলে কেউ প্রতারিত হলে তাদের সহজে শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে। এছাড়া যানজটের দুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি ১০ জন আনসার নিয়োগ দেয়ার কথাও উল্লেখ করেন তিনি। এর আগে পৌরসভার বাজেট ও বিভিন্ন সমস্যা ও সমাধানকল্পে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, নারী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। সভায় সবার মতামত আমলে নিয়েই মূলত পৌর প্রশাসক নাগরিক সেবা নিশ্চিতে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, প্রকৌশলী সালমা খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।