আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য নির্ভর করে গুণগত শিক্ষা ও গবেষণাভিত্তিক পরিবেশের ওপর। এই দুই ক্ষেত্রে প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেনের নেতৃত্ব আইআইইউসি–কে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। তার পরিকল্পিত ও দূরদর্শী পদক্ষেপে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আজ একটি সুসংগঠিত, কার্যকর এবং গুণগত উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে সদ্য বিদায়ী আইকিউএসি পরিচালক মো. দেলাওয়ার হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব.)। শুভেচ্ছ বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মো. শামসুল আলম, প্রফেসর ড. মুহাম্মদ আখতার সাঈদ, ইইই বিভাগের চেয়ারম্যান শেখ মো. গোলাম মোস্তফা এবং হাদীস বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল কালাম। উল্লেখ্য, প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন আইআইইউসি–তে তার ১৬ বছরের কর্মজীবনে ভারপ্রাপ্ত প্রোভিসি, ক্যাম্পাস–প্রধান এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন। অবসরজনিত কারণে গত সোমবার ছিল তার শেষ কর্মদিবস।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ড. দেলোয়ার হোসেন একদিকে যেমন ছিলেন নীতিনিষ্ঠ, তেমনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ছিলেন একজন প্রেরণাদায়ী অভিভাবক। তার বিদায় আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও, তার রেখে যাওয়া দৃষ্টান্ত আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে ড. দেলোয়ার হোসেনকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন ভিসি ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।