জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর। গত সোমবার রাত ১২টা ১ মিনিটে জুলাইয়ের প্রথম প্রহরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এ আয়োজন করেন তারা। এর আগে ষোলশহর রেলস্টেশনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যেখানে এক বছর আগে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের তুমুল আন্দোলন গড়ে উঠেছিল, সেই স্থানে মোমবাতি জ্বালিয়ে জুলাই শহীদ ও বিপ্লবের সেই দিনগুলোকে স্মরণ করেছে তারা। সেখানে মোমবাতি জ্বালিয়ে বেশ কিছুক্ষণ তারা অবস্থান করেন। পরে জুলাই শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় ‘জুলাইয়ের বীর শহীদরা, লও লও লও সালাম’, ‘আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ওয়াসিম আকরাম–শান্ত, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগানে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ দেশের মানুষ গত ৫৪ বছর ধরে বিভিন্নভাবে নির্যাতিত–নিপীড়িত হয়ে আসছে। চব্বিশে আমরা এ দেশের মানুষের অধিকারটুকু ফিরিয়ে দিতে পেরেছি। তবে আমাদের সামনের দিনগুলো খুবই কঠিন। আমরা এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করেছি। কিন্তু এখন দেখছি, নব্য ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে।
তারা বলেন, আমরা হুঁশিয়ার করে বলতে চাই, কেউ যদি নতুনভাবে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তার স্থান এই নতুন বাংলাদেশে হবে না। এ দেশের ছাত্র–জনতা একাত্তর থেকে নব্বই, নব্বই থেকে আঠারো, সবসময় ছাত্ররা এ দেশে রক্ত দিয়ে গেছে। আমরা চাই, এ দেশের ছাত্র–জনতাকে আর যেন রাজপথে রক্ত দিতে না হয়। আমরা চাই, বাংলাদেশে প্রত্যেক নাগরিক নির্ভয়ে বসবাস করতে পারবে। জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামে জুলাই মাসজুড়ে এবং পাঁচ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণ অনুষ্ঠান, ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন, সভা–সমাবেশসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।