বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসি পরিদর্শন করেছে গত সোমবার। প্রতিনিধি দলে ছিলেন ইউজিসির মাননীয় সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, ইউজিসির স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার ও উপ–পরিচালক জনাব মোহাম্মদ মনির উল্লাহ। তাঁরা প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদিরের সঙ্গে তাঁরা মতবিনিময় সভায় মিলিত হন। এই মতবিনিময় সভায় উপাচার্য এস. এম. নছরুল কদির বলেন, ইউজিসি কর্তৃক গৃহীত কোয়ালিটি অ্যাসিউরেন্স সংশ্লিষ্ট সকল কার্যক্রমে প্রিমিয়ার ইউনিভার্সিটির বরাবরের মতো সক্রিয় অংশগ্রহণ থাকবে এবং ভবিষ্যতে তা আরও বেগবান হবে।
সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. সাহীদ মো. আাসিফ ইকবাল ও অতিরিক্ত পরিচালক (ইটিএল) প্রফেসর এম. মঈনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।