চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠান প্রস্তুতি সভা গত ২৮ জুন সন্ধ্যা সাতটায় আগ্রাবাদস্থ লেমন গ্রাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ। সভার শুরুতেই নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় আগামী ১২ জুলাইয়ে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠান বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। উক্ত অনুষ্ঠানে মরহুম অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীনের স্মরণে সভা, খতমে কোরআনসহ দোয়া মাহফিল এবং মেজবান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মরহুম অধ্যক্ষের মৃত্যুসহ সামগ্রিক আয়োজন নিয়ে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ক্যাপ্টেন ইয়াছির আরাফাত ও মোহাম্মদ শফিউল আলম রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রাশেদ রেজা, সহ সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ নিজাম, প্রকাশনা সম্পাদক মোঃ শোয়েব উদ্দিন খান, ছাত্র ছাত্রী কল্যাণ সম্পাদক মাসরুর হাসান, অর্থ সম্পাদক স্বরূপানন্দ শীল, সাংস্কৃতিক সম্পাদক মুহিদুল ইসলাম আরকান, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাহেদুল আলম। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান (অনলাইন), সহ ছাত্র ছাত্রী কল্যাণ সম্পাদক মোঃ শওকত জামান, কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, এমএইচ শাহ বেলাল এবং মোঃ সাইফুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।