সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’ কিংবা ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবন্য’এসব দেশাত্মবোধক গান শুনলে বাঙালির রক্ত তোলপাড় করে ওঠে। হৃদয়গ্রাহী এসব গান কণ্ঠে তুলে নিয়ে কিংবদন্তি সাবিনা ইয়াসমীন হয়েছেন আরও অতুলনীয়।

এবার তার কণ্ঠে শোনা যাবে নতুন আরেকটি দেশাত্মবোধক গান। ৩০ জুলাই তিনি গাইলেন প্রাণের বাংলাদেশ’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান। গানটির কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু, সংগীতায়োজন করেছেন তরুণ সুরকার রোহান রাজ। গানটি নিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, গানটির কথাগুলো খুব আবেগজড়ানো।

আধুনিক সংগীতের ছোঁয়ায় সাজানো এই দেশের গানটি গাইতে গিয়েও ভালো লেগেছে। রোহান ভালো সংগীত করেছে, গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে, এই বিশ্বাস আমার আছে। অন্যদিকে আরিফ হোসেন বাবু এই গানটি নিয়ে খুবই উচ্ছ্বসিত।

তিনি বলেন, সাবিনা আপার পাশে গান নিয়ে দাঁড়ানো, এটা আমার জীবনের এক পরম সৌভাগ্য। তার কণ্ঠে আমার লেখা গান মানে, আমার স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। আমি কৃতজ্ঞ, গর্বিত।

সংগীত পরিচালক রোহান বলেন, যাদের গান শুনে আমি বড় হয়েছি, তাদের একজনের সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের বড় প্রাপ্তি। সাবিনা আপা শুধু লিজেন্ড নন, তিনি আমাদের প্রেরণাও। তার মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করতে পারাটা ছিল স্বপ্নের মতো।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে শ্যামল মাওলার থ্রিলার
পরবর্তী নিবন্ধসিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ ট্রাম্পের