তুমি থাকলে কাছে

সত্যজিৎ দাশ কাঞ্চন | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

তুমি থাকলে কাছে হৃদয় বীণায়

বাজে নতুন সুরের তান

দূরে গেলে বধূ ওগো

কাঁদে কেন প্রাণ।

তোমার জন্যে স্বপ্ন দেখি

তোমার জন্যে বাঁচি

তোমার জন্যে নীলকষ্ট

বুকে চেপে আছি

এই চরাচর শূন্য লাগে

তোমার বিহনে

তুমি এলেই মনে পড়ে

ভুলে যাওয়া গান।

তুমি আমার সেই চেনা মুখ

মধুর কিছু স্মৃতি

পুরোনো সেই গানের খাতায়

ভালো লাগা গীতি

তোমার ছোঁয়ায় পুলকিত

আমার দেহ মন

তুমি আমার জীবন মরণ

তুমিই পিছুটান।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণ সপ্তাহ ও প্রাসঙ্গিক ভাবনা
পরবর্তী নিবন্ধসিরাজ-উদ-দৌলা : বাংলার শেষ স্বাধীন নবাব