চট্টগ্রামে মশা নিধন কার্যক্রম চোখে পড়ে না। মশা মারা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না বরং মশা বাড়তেই থাকবে। চট্টগ্রামে মশা নিধন কার্যক্রম দৃশ্যমান নয় এবং মশা মারার কার্যক্রম ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন। মশা না মারলে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়বে। চট্টগ্রামের ১২ নং সরাইপাড়াতে ও ১৩ নং ওয়ার্ডের ঝাউতলা রেল স্টেশন রোডের আশে পাশের বাসা বাড়িতে দিনে রাতে প্রচুর মশা দেখা যায়। এ ছাড়াও চট্টগ্রামের সর্বত্র ময়লা আবর্জনায় ভরপুর। নালা–নর্দমায় ময়লা ফেলা এখনো অব্যাহত। জনগণ এখনো সচেতন হচ্ছে না। মশা নিধন করুন নগরবাসীকে বাঁচান। এ ব্যাপারে চসিক এর দৃষ্টি আকর্ষণ করছি।
আব্দুল হান্নান (কাজল)
চট্টগ্রাম।