লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের ২০২৫–২০২৬ সেবা বর্ষের লায়ন্স জেলা গভর্নর হিসেবে লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ এবং কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ গতকাল মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন কামরুন মালেক, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারি, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. মোর্শেদুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন এ কে এম নবিউল হক সুমন, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, বৃক্ষরোপণ ও বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন্স ইঞ্জিনিয়ার লায়ন মুজিবুর রহমান এবং ডিস্ট্রিক্ট গভর্নর রিসেপশন কমিটির চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, মেম্বার সেক্রেটারি লায়ন শুভ নাজ জিনিয়া, ট্রেজারার লায়ন মো. খলিলউল্লাহ চৌধুরী সাকিবসহ লায়ন্স ও লিও জেলার অসংখ্য লায়ন নেতৃবৃন্দ ও লিওবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছাড়া লায়ন্স জেলা ৩১৫–বি৪ এর লিও জেলা পরিষদের লিও প্রেসিডেন্ট লিও মো. শওকত হোসেন, আইপিপি লিও দীপ্ত দে, সহ–সভাপতি লিও সিফাতুল ইসলাম সামী, সেক্রেটারি লিও রাফিদ মোহাম্মদ আহনাফ ও ট্রেজারার লিও হাসান মো. নিকসন ২০২৫–২০২৬ সেবাবর্ষের লিও জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, লায়ন্স জেলা ৩১৫–বি৪ প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা গভর্নর সেলাই মেশিন, হুইল চেয়ার, মৌসুমী ফল ও শুকনো খাবার বিতরণ ও বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের মাধ্যমে ২০২৫–২০২৬ সেবাবর্ষের সেবা কার্যক্রমের সূচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।