ডিপ্লোমা ইন অপথালমোলজি কোর্সের ইনডাকশন প্রোগ্রাম

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট

| বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

আধুনিক সুযোগসুবিধা সম্বলিত ও মানসম্মত চক্ষু চিকিৎসা সেবা প্রদানে দক্ষ চিকিৎসক গঠনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সিএলএফ কমপ্লেক্সের পিডিজি লায়ন ইঞ্জিনিয়ার এম আই খান ভবনের কনফারেন্স হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন জুলাই সেশনের ডিপ্লোমা ইন অপথালমোলজি কোর্সের ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী। উল্লেখ্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীন জুলাই সেশনে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন অপথালমোলজি কোর্সের ২য় ব্যাচে ০৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা। সঞ্চালনায় ছিলেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. অনিন্দিতা চৌধুরী। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথাই প্রধানমন্ত্রী পায়েতংতার্ন বরখাস্ত
পরবর্তী নিবন্ধগভর্নর, প্রথম ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নরের দায়িত্বভার গ্রহণ