কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একজন কৃষক লীগ নেতাকে আটক করেছে। আটককৃত নেতাকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে আব্দুল কাদের (৪০)। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে। সোমবার রাতে তাকে আটক করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে পলাতক ছিল।আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।