আইনের সংশোধনের মাধ্যমে লিগ্যাল এইড কার্যক্রমের সম্প্রসারণ হচ্ছে

মাসিক সভায় সিনিয়র জেলা জজ

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

দেশের আদালতসমূহ মামলার ভারে ভারাক্রান্ত। দেশের বিচার বিভাগের ঘাড়ে প্রায় চল্লিশ লক্ষ মামলা। তার পাশাপাশি প্রতিনিয়ত মামলার সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বিচার প্রার্থী মানুষের নিকট আইনের শাসন অধরা থেকে যাবে। এমন পরিস্থিতিতে মামলার লাগাম টেনে ধরার কোনো বিকল্প নেই। এরই প্রেক্ষিতে সরকার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের ওপর জোর দিচ্ছে। প্রতি বছর এডিআর এর মাধ্যমে দুই থেকে তিন লক্ষ মামলা নিষ্পত্তির টার্গেট সরকারের। সে লক্ষে লিগ্যাল এইড এডিআর কার্যক্রমের সম্প্রসারণ করা হচ্ছে। আইনের সংশোধনী অধ্যাদেশ আনয়নের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল সোমবার জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ৩য় মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম। জেলা লিগ্যাল এইড অফিসার

(সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা, এসি প্রসিকিউশন কেশব চক্রবর্তী, জেলা পুলিশের সহকারী কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরী, সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. মো. হাসান আলী চৌধুরী, সরকারি কৌসুলি মো. কাসেম চৌধুরী, মহানগর পিপি অ্যাড. মফিজুল হক ভূঞা প্রমুখ। সভায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ে সফল ইন্টার্নশিপের সমাপ্তিতে আটজন আইনের শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে কাজ করার আহ্বান
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণ বিষয়ে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ