রাঙ্গুনিয়ায় যুবকের কারাদণ্ড

মাদক সেবন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মো. লোকমান হোসেন (২৪) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার চন্দ্রঘোনাকদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন ও লোকজনকে মারধর করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলো। এজন্য তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬/৫ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে চালু হলো শিক্ষার্থীদের অনলাইন ক্লিয়ারেন্স
পরবর্তী নিবন্ধজামালুদ্দীন আহমদ