জেলা ক্রীড়া অফিসের অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:৪৪ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪২৫ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজিত অনূর্ধ্ব১৪ বছরের বালকদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ গতকাল সোমবার সিজেকেএস এর হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সাঁতারু মাহাবুবুর রহমান সাগর, কোচ দীনুল ইসলাম ও মোহাম্মদ মহসিন, সিজেকেএস সহ বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান অতিথি তার বক্তব্যে সাঁতারের তাৎপর্য উল্লেখ করে গুরুত্বপুর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সাঁতার একটি জীবন রক্ষাকারী কৌশলও বলে অভিহিত করেন। প্রতিবছর সাঁতার না জানার কারণে অগণিত প্রাণ অকালে ঝরে যায় তাই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য যে,এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে নগরীর ৬ স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধহারে মেসির দায় দেখেন না ইব্রাহিমোভিচ সুয়ারেসদের কিছু মূর্তির সঙ্গে তুলনা করলেন
পরবর্তী নিবন্ধমেয়র একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাদার্সের বিশাল জয়