সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। গতকাল সোমবার দুদকের জনসংযোগ বিভাগের উপ–পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। খবর বাসসের। তিনি বলেন, দুদকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনার জন্য আগামী ২ জুলাই তাদেরকে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছে।