আনোয়ারায় ১১০ স্কুলের শিক্ষার্থী পাবে দুপুরের খাবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি

এম. নুরুল ইসলাম, আনোয়ারা | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী পাবে দুপুরের খাবার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্পের আওতায় সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল খোলার দিনে শিক্ষার্থীদের এই খাবার দেয়া হবে। সারাদেশে ১৫০টি উপজেলা ও চট্টগ্রামে একমাত্র উপজেলা হিসাবে আনোয়ারা এই পাইলট প্রজেক্টে তালিকাভুক্ত হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ফিডিং প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদের গত ২২ জুন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছেছে।

তবে কখন থেকে এ প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে সে সংক্রান্ত কোনো নির্দেশনা এখনও পায়নি বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম.আবদুর রহমান।

যুগ্ম সচিব মোহাম্মদ হারুন অর রশীদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সারা দেশের ৮ বিভাগের মধ্যে ৬২টি জেলার ১৫০টি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৩টি উপজেলা এই কার্যক্রমের আওতায় রয়েছে। তারমধ্যে চট্টগ্রাম জেলায় একটি মাত্র উপজেলা হিসাবে আনোয়ারা এই প্রকল্পে নির্বাচিত হয়েছে।

জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টিমান ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় বিদ্যালয় চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি মিল্ক, বন রুটি, সিদ্ধ ডিম ও কলা/স্থানীয় মৌসুমি ফল বিতরণ করা হবে। তালিকা অনুযায়ী রবিবার বন রুটি এবং সিদ্ধ ডিম, সোমবার বন রুটি এবং ইউএইচটি মিল্ক, মঙ্গলবার বন রুটি এবং সিদ্ধ ডিম, বুধবার পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট এবং কলা/স্থানীয় মৌসুমি ফল, বৃহস্পতিবার বন রুটি এবং সিদ্ধ ডিম দেওয়া হবে শিক্ষার্থীদের। এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাকর্মচারী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের একান্ত সহযোগিতা কামনা করেছেন প্রকল্প পরিচালক।

আনোয়ারা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২০ হাজারের বেশি শিক্ষার্থী এ প্রকল্পের সুবিধা পাবেন।

বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. শহীদ জানান, এ ব্যাপারে গতকাল উপজেলা শিক্ষা অফিসে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. আবদুর রহমান জানান, সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলা থেকে আনোয়ারা উপজেলা ফিডিং প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে আমরা একটি পরিপত্র পেয়েছি। প্রাথমিকভাবে আমরা পরিপত্র মূলে অবগত হয়েছি। এ প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের একযোগে নির্ধারিত খাবার প্রদান করা হবে। তিনি আরো জানান, তবে কখন এ কার্যক্রম কীভাবে শুরু হবে তার বিস্তারিত কোন নির্দেশনা আমরা এখনো পাইনি।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই : অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণের চেষ্টা