ওসি পরিচয়ে টিভি ফ্রিজ নিয়ে যাওয়া প্রতারক আটক

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় ওসি পরিচয়ে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেয়া সেই প্রতারক মো. সুমনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর বুলু দিঘী পশ্চিম পাড় এলাকায় অভিযুক্তের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় হাতিয়ে নেওয়া ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ওসি পরিচয়ে বন্দর সেন্টার ও বটতলী রুস্তম নামক দুটি ইলেকট্রনিক্সের দোকান থেকে পণ্যগুলো হাতিয়ে নিয়ে যান প্রতারক সুমন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আনোয়ারা

থানার ওসি পরিচয়ে দুই ব্যবসায়ী থেকে ইলেকট্রনিক্স মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রতারককে চক্রকে ধরতে আনোয়ারা থানা পুলিশের বিশেষ টিম তথ্য প্রযুক্তি সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীতে আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং হাতিয়ে নেওয়া মালামাল উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে মালামালসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্যান্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ
পরবর্তী নিবন্ধ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ তৈরির দাবি নাহিদের