ডিসি-এসপিদের কর্তৃত্ব বাদ, ক্ষমতা পেল ইসি কর্মকর্তারা

ভোটকেন্দ্র স্থাপন

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসন (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কর্তৃত্ব বাদ দিয়ে নিজস্ব কর্মকর্তাদের হাতে ক্ষমতা দিল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার (৩০ জুন) ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা২০২৫ জারি করে এমন সংশোধনী এনেছে সংস্থাটি। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর জন্য কক্ষ নির্ধারণের বিষয়টিও তুলে দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

২০২৩ সালের ভোটকেন্দ্র নীতিমালায় ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে কমিটি গঠন করেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এ কমিটির মাধ্যমেই ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ নিয়ে সে সময়ই অনেক সমালোচনা হয়। এমনকি ইসি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

গত ২১ মে পঞ্চম কমিশন সভায় বিষয়টি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ওই সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্র স্থাপনে যে কমিটি ছিল এবার তা বিলুপ্ত করা হয়েছে। এছাড়া ইভিএমের বিষয়টিও আমরা বাদ দিয়েছি।

এবারের নীতিমালায় আগের মতোই গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৫০০ পুরুষের জন্য একটি কক্ষ ও ৪০০ নারীর জন্য একটি কক্ষ রাখা হয়েছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র ছিল। এবার ভোটার সংখ্যা পৌনে ১৩ কোটির কাছাকাছি পৌঁছতে পারে। তাই বাড়তে পারে ভোটকেন্দ্রও।

পূর্ববর্তী নিবন্ধঢাকার প্রাভা হেলথের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত