হযরত মওলা আলী (আ.) রাউন্ড টেবিল কনফারেন্স

| শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১১:৪০ পূর্বাহ্ণ

প্রিয় নবী হযরত মোহাম্মাদুর রাসুলুল্লাহ (.) কর্তৃক ঘোষিত “মওলা” হযরত আলী (.)’র এর স্মরণে গত ২৪ জুন “হযরত মওলা আলী (.) রাউন্ড টেবিল কনফারেন্স ” অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরীর দৈনিক আজাদী মিলনায়তনে বিকাল ৩টা হতে শুরু হওয়া উক্ত কনফারেন্সের প্রতিপাদ্য ছিলো– “তরিকতজীবনে মোহাম্মদ (.) স্বীকৃত ‘ইলাহ’ ও ‘মওলা’এর তাৎপর্য”। ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফের পীর হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হালিশহরস্থ বাবুন্‌ নজবদরবারে মোহাম্মদীয়া নিজামীয়া চিশতিয়া আল কাদেরীয়ার সাজ্জাদানশিন পীর হযরত মাওলানা সৈয়দ আনোয়ার সাফী (মা.)

বাংলাদেশ পাকপাঞ্জাতনী ছুফি কাউন্সিলের আয়োজনে এবং রাহে ভাণ্ডার তরুণ আশেকান পরিষদের (রাতআপ) সহযোগিতায় আয়োজিত উক্ত কনফারেন্স যৌথভাবে পরিচালনায় ছিলেন শাহ মিডু ও শাহজাদা ছৈয়দ মো. ইসমাইল ইফতি।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোলতান ভাণ্ডার দরবার শরিফের পীর হযরত মাওলানা ডা. এয়াকুব আলী (মা.), উজির আউলিয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আবুল হাশেম মাইজভাণ্ডারী (মা.), হযরত বুআলী কলন্দর শাহ (.) খানকাহ শরিফের খাদেম হযরত মোহাম্মদ ইসতেফাজুর রহমান (মা.), নজুভাণ্ডার দরবার শরিফের নায়েব সাজ্জাদানশিন শাহজাদা ইরফান আহমদ নজুভাণ্ডারী, হযরত মোহসেন আলী শাহ (.) মাজার পরিচালনা পরিষদের সভাপতি ও ফিরিঙ্গীবাজার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হালিম দোভাষ, গাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এম. আবদুল মতিন, সাংবাদিক বাকী বিল্লাহ চৌধুরী, ঈসা মঞ্জিল দরবার শরিফের প্রতিনিধি বিশিষ্ট লেখক গবেষক সওকত আলী সেলিম, সাতগাছিয়া দরবার শরিফের প্রতিনিধি মোহাম্মদ মিনহাজ উদ্দিন চৌধুরী, নারায়নগঞ্জের ইমামীয়া চিস্তিয়া সংঘ দরবারের প্রতিনিধি মো. আব্দুল হাকিম প্রমুখ। সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মুফতি মাওলানা তানভীরুল ইসলাম আলকাদেরীর পরিচালনায় দরুদক্বিয়াম শেষে প্রিন্সিপ্যাল মুফতি মাওলানা মো. আবুল কাশেম আল কাদেরী দোয়ামুনাজাত পরিচালনার পর তবারুক বিতরণের মধ্যদিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পাকপাঞ্জাতনী ছুফি কাউন্সিলের আহবায়ক শাহ মিডু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের ৬ ওয়ার্ডের যৌথ সভা
পরবর্তী নিবন্ধ৩৩ বছর পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে আটক