চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ১:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার ওরফে বাবুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২৫ জুন) রাতে নগরের ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২৪ সালের ২৮ জানুয়ারি খুলশী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় (মামলা নম্বর-৩০, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এজাহারভুক্ত আসামি মো. দেলোয়ার ওই এলাকায় অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. দেলোয়ার (৪৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ওই মামলার এজাহারনামীয় আসামি বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক সচ্ছলতা ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের