মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে আলোচনা সভা আজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের আয়োজনে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতে এ আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে মাদকবিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। সাড়ে ১০টার দিকে আলোচনা সভা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধকাল সদারঙ্গের শাস্ত্রীয় দ্বিমাসিক সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধ২৭ থেকে ২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রামে বামপন্থীদের রোডমার্চ