গাজায় বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

| বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বোমার আঘাতে একটি ইসরায়েলি সাঁজোয়া যানে আগুন ধরে গেলে ভেতরে থাকা সেনারা নিহত হন। মঙ্গলবারের এ ঘটনায় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। খবর বিডিনিউজের।

গতকাল এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নিহত সেনাদের মধ্যে একজন কর্মকর্তা ও বাকি ছয়জন সৈন্য। নিহতদের সবার বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর ৬০৫তম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নভুক্ত ছিলেন।

আইডিএফের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই ব্যাটেলিয়নের সেনাদের বহনকারী পুমা সাঁজোয়া যানটি খান ইউনিস শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় এক ফিলিস্তিনি যোদ্ধা সেটিতে বোমা স্থাপন করে দেয়। বোমাটি বিস্ফোরিত হওয়ার পর সাঁজোয়া যানটিতে আগুন ধরে যায়। আগুন নেভানোর চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এতে ভেতরে থাকা সব সেনার মৃত্যু হয়। ঘটনার পর পুড়ে যাওয়া সাঁজোয়া যানটি অন্য গাড়ির সাহায্যে টেনে গাজার বাইরে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনে গ্যাস স্টেশনে কাজ করার কথাও ভেবেছিলেন ডেপ
পরবর্তী নিবন্ধইতিহাস গড়ার পথে জোহরান মামদানি